Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen's Charter)


রূপকল্প (Vision):

  • অনুৎপাদনশীল যুব সমাজকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখি রূপান্তর করা।
  • দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদের কর্মসংস্থান কিংবা স্বকর্মসংস্থানের নিয়োজিত করা।
  • জাতীয় উন্নয়ন কর্মকান্ডে বেকার যুবদের সম্পৃক্ত করা।

অভিলক্ষ্য (Mission):

  • যুবদের কল্যাণ, প্রশিক্ষণ, ঋণদান, সংগঠিতকরণ ও আত্মকর্মসংস্থান।
  • উন্নয়নমূলক কাজে যুবদের স্বেচ্ছায় অংশগ্রহণে উৎসাহিত করা।
  • যুবদের কল্যাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখা।
  • প্রকল্পের জন্য অর্থ মঞ্জুরি।
  • যুব পুরস্কার প্রদান।
  • যুবদেরকে দায়িত্বশীল, আত্মবিশ্বাসী এবং অন্যান্য মানবিক গুণাবলি অর্জনে উৎসাহ প্রদানের জন্য কর্মসূচি গ্রহণ।
  • যুব উন্নয়ন কার্যক্রমের উপর গবেষণা ও জরিপ।
  • বেকার যুবদের জন্য কর্মসংস্থানের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ।


নং সেবার বিবরণ সেবা গ্রহণকারী প্রাপ্য সুবিধাদি সেবা প্রাপ্তির শর্ত সেবা প্রদানকারী কর্তৃপক্ষ সেবা প্রাপ্তির পদ্ধতি সেবা প্রদানের সময়সীমা

১.

ক) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ
গবাদিপশুহাঁস-মুরগীপালন, মৎস্যচাষ,  কৃষিওউহাদেরপ্রাথমিকচিকিৎসাবিষয়কপ্রশিক্ষণ
বেকার যুবক 
ও 
যুব মহিলা

আবাসিক

 ও 

প্রতিমাসে জনপ্রতি ৪৫০০ টাকা  উপস্থিতির ভিত্তিতে

১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলাগণ।
শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ।

ভর্তি ফি- ১০০ (একশত) টাকা, জামানত- ১০০(একশত) টাকা

উপপরিচালকের কার্যালয়, বরিশাল।
02-478861178

যুব প্রশিক্ষণ কেন্দ্র, বাকেরগঞ্জ


উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার

কার্যালয়, বাবুগঞ্জ
ভর্তির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ       কর্তৃপক্ষ বরাবরে আবেদন করতে       হবে।
মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।
২ মাস ১৫ দিন

মর্ডাণ অফিস ম্যানেজমেন্ট এন্ড  কম্পিউটার এ্যাপিস্নকেশন

অনাবাসিক

 এবং 

প্রতিদিন জনপ্রতি ১০০ টাকা    উপস্থিতির ভিত্তিতে

১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলাগণ।
শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ।
ভর্তিফি- ৫০০(পাঁচশত) টাকা
উপপরিচালকের কার্যালয়, বরিশাল।

02-478861178
ভর্তির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ       কর্তৃপক্ষ বরাবরে আবেদন করতে       হবে।
মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।

৬ মাস

বেসিক কম্পিউটার এন্ড আইসিটি এপ্লিকেশন কোর্স

অনাবাসিক

১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলাগণ।
শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ।
ভর্তিফি- ১০০০(এক হাজার) টাকা
উপপরিচালকের কার্যালয়, বরিশাল।

02-478861178
ভর্তির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ       কর্তৃপক্ষ বরাবরে আবেদন করতে       হবে।
মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।

৬ মাস

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন

(বেসিককম্পিউটারপ্রশিক্ষণপ্রাপ্তদেরজন্য)
অনাবাসিক

১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলাগণ।
শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ।
ভর্তিফি- ১০০০(এক হাজার) টাকা
উপপরিচালকের কার্যালয়, বরিশাল।

02-478861178
ভর্তির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ       কর্তৃপক্ষ বরাবরে আবেদন করতে       হবে।
মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।

৬ মাস

ইলেকট্রনিক্স
অনাবাসিক

১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলাগণ।
শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি পাশ।
ভর্তিফি- ৩০০ (তিনশত) টাকা
উপপরিচালকের কার্যালয়, বরিশাল।

02-478861178
ভর্তির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ       কর্তৃপক্ষ বরাবরে আবেদন করতে       হবে।
মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।

৬ মাস

রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং

অনাবাসিক

১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলাগণ।
শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি পাশ।
ভর্তিফি- ৩০০ (তিনশত) টাকা
উপপরিচালকের কার্যালয়, বরিশাল।

02-478861178
ভর্তির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ       কর্তৃপক্ষ বরাবরে আবেদন করতে       হবে।
মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।

৬ মাস

ইলেকট্রিক্যল এন্ড হাউজ ওয়ারিং

অনাবাসিক
১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলাগণ।
শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি পাশ।
ভর্তিফি- ৩০০ (তিনশত) টাকা
উপপরিচালকের কার্যালয়, বরিশাল।

02-478861178
ভর্তির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ       কর্তৃপক্ষ বরাবরে আবেদন করতে       হবে।
মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।

৬ মাস

পোষাক তৈরি

অনাবাসিক

 এবং 

প্রতিদিন জনপ্রতি ১০০ টাকা    উপস্থিতির ভিত্তিতে

১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলাগণ।
শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি পাশ।
ভর্তিফি-৫০ (পঞ্চাশ) টাকা
উপপরিচালকের কার্যালয়, বরিশাল।

02-478861178
ভর্তির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ       কর্তৃপক্ষ বরাবরে আবেদন করতে       হবে।
মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।

৩ মাস

ব্লক ও বাটিক ও স্ক্রীণ প্রিন্টিং

অনাবাসিক

 এবং 

প্রতিদিন জনপ্রতি ১০০ টাকা    উপস্থিতির ভিত্তিতে

১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলাগণ।
শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি পাশ।
ভর্তিফি-৫০ (পঞ্চাশ) টাকা
উপপরিচালকের কার্যালয়, বরিশাল।

02-478861178
ভর্তির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ       কর্তৃপক্ষ বরাবরে আবেদন করতে       হবে।
মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।

৪ মাস

খ) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ

গাভী পালন/দুগ্ধ খামার স্থাপন, গরু মোটা-তাজাকরণ, ছাগল পালন প্রশিক্ষণ, পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, মৎস্য চাষ প্রশিক্ষণ, কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক প্রশিক্ষণ, ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষণ, এছাড়াও স্থানীয় চাহিদাভিত্তিক যে কোন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়।

অনাবাসিক

 এবং 

প্রতিদিন জনপ্রতি ১০০ টাকা    উপস্থিতির ভিত্তিতে

১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলাগণ।
শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণি পাশ।
ভর্তিফি-সম্পূর্ন ফ্রি
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার 
কার্যালয়, বাবুগঞ্জ


02-478869795
মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।
৭ দিন
২. ক) একক যুব ঋণ কর্মসূচিঃ

এ কর্মসূচির আওতায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কোর্সে প্রশিক্ষিত যুবদের একক যুব ঋণ প্রদান করা হয়্। প্রত্যেক ঋণ প্রত্যাশিকে ৪০০০০ টাকা হতে ১০০০০০ টাকা করে যুব ঋণ প্রদান করা হয়।
১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলা। যারা যুব উন্নয়ন অধিদপ্তর হতে যেকোন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত হবেন।
আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প সৃজনের লক্ষ্যে প্রশিক্ষণের ধরনভেদে ৩০০০০-১০০০০০ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। সফলতার ভিত্তিতে তিনবার ঋণ প্রদান করা হয়। মাসিক কিস্তিতে ২/৩ বছরের মেয়াদে ঋণ ও প্রাপ্য সার্ভিসচার্জ পরিশোধ করতে হয়। ক্রমহ্রাসমান পদ্ধতিতে দৈনিক ভিত্তিতে অপরিশোধিত আসলের উপর ৫% হারে সার্ভিসচার্জ গ্রহণ করা হয়। প্রকল্পের ধরনের উপর নির্ভর করে ১-৩ মাস গ্রেস পিরিয়ড প্রদানের সূযোগ রয়েছে।
প্রশিক্ষণ গ্রহণের ৩ বছরের মধ্যে প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণপূর্বক সেবা প্রাপ্তির লক্ষ্যে আবেদন করতে হবে।
ঋণ আবেদনকারীর পক্ষে নিশ্চয়তাকারীর জমির মূল দলিল/ দলিলের সার্টিফাইড কপি/ হালনাগাদ পর্চা ও দাখিলা জমা রাখতে হবে। অথবা নিশ্চয়তাকারী যদি চাকুরীজীবী থাকলে তিনি নির্ধারিত ফরমেটে তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তার মাধ্যমে ঋণ প্রত্যাশির নিশ্চয়তাকারী হবেন।
ঋণ প্রত্যাশিকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার
কার্যালয়, বাবুগঞ্জ


02-478869795
ঋণ গ্রহিতা প্রকল্প বাস্তবায়নের জন্য   উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার       বরাবরে প্রাথমিক আবেদন করবেন। 
এতে তিনি যোগ্য বলে বিবেচিত হলে নির্বাচিত আবেদনকারীকে ২০ টাকার বিনিময়ে নির্ধারিত আবেদন ফরম   ক্রয়পূর্বক জমা প্রদান করতে হবে।
ঋণ মঞ্জুরের পর আবেদনকারী ও     নিশ্চয়তাকারী ৩০০ টাকার নন       জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গিকারনামা     দাখিল করবেন।
১ মাস
খ) গ্রুপভিত্তিক যুব ঋণ কর্মসূচিঃ

এ কর্মসূচির আওতায় বেকার যুবদের পারিবারিক গ্রুপে সংগঠিত করে যুব ঋণ প্রদান করা হয়্। প্রতি গ্রুপে ৫ জন সদস্য নিয়ে একটি দল ও ৭-১০টি দল নিয়ে একটি কেন্দ্র গঠন করা হয়্।
১৮-৪৫ বছরের বেকার যুবক ও যুবমহিলারা কেন্দ্র গঠণের মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারবে।
গ্রুপের প্রত্যেক সদস্যকে প্রাথমিক পর্যায়ে ১২০০০, পর্যায়ক্রমে দ্বিতীয় দফায় ১৬০০০  এবং তৃতীয় দফায় ২০০০০ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। সার্ভিসচার্জ ৫%। দুই সপ্তাহ গ্রেস পিরিয়ড প্রদান করা হয়।
গ্রুপ সদস্য যে পরিবারের সদস্য হবেন সে পরিবারে স্তাবর/অস্থাবর সম্পত্তির মোট মূল্য ২০০০০০ টাকার কম এবং বার্ষিক মোট আয় ৫০০০০ টাকার কম এবং আবাদযোগ্য জমির পরিমাণ এক একরের কম হবে।
এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার 
কার্যালয়, বাবুগঞ্জ


02-478869795
নির্ধারিত উপজেলার দায়িত্বপ্রাপ্ত       কর্মকর্তা কর্তৃক তার কর্ম এলাকার     প্রতি বছর কোথায় কয়টি কেন্দ্র তৈরি করবেন তা নির্ধারিত হওয়ার পর   সংশ্লিষ্ট সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সে গ্রামে গমণপূর্বক           পারিবারিক জরিপের ভিত্তিতে সদস্য বাছাই করে গ্রুপ ও কেন্দ্র গঠন করে থাকেন।
গ্রুপ গ্রহণের পূর্বে প্রতি গ্রুপে ৩০০   টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে         চুক্তিনামা স্বাক্ষর করতে হয়।
প্রথম দফার ক্ষেত্রে ১ মাস এবং
 অন্যান্য

দফার ক্ষেত্রে ২০ দিন


গ) যুব উদ্যোক্তা ঋণ বিতরণ কর্মসূচিঃ 

যুব উন্নয়ন অধিদপ্তরের বিদ্যমান ঋণ কর্মসূচির মাধ্যমে একজন প্রশিক্ষিত যুবকে প্রকল্প গ্রহণের জন্য সর্বোচ্চ ৩.৫০ লক্ষ টাকা যুব ঋণ প্রদান করা হয়। মুজিব শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ নিয়ে যারা সফল আত্মকর্মী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে তাদেরকে উদ্যোক্তায় পরিণত করার লক্ষ্যে “যুব উদোক্তা ঋণ বিতরণ কর্মসূচি” গ্রহণ করা হয়েছে।

বয়স সর্বোচ্চ ৪০ বছর। প্রকল্পের মাসিক গড় আয় নূন্যতম ১৫০০০ টাকা হতে হবে।
ঋণের পরিমাণ সর্বোচ্চ ৩৫০০০০ টাকা। ঋণ পরিশোধের মেয়াদ ঋণের প্রকারভেদে ৩৬-৪৮ মাস।ক্রমহ্রাসমান পদ্ধতিতে দৈনিক ভিত্তিতে অপরিশোধিত আসলের উপর ৫% হারে সার্ভিসচার্জ গ্রহণ করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক স্বল্প/দীর্ঘমেয়াদী ‘দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ প্রাপ্ত হতে হবে। প্রাথমিকভাবে সম্প্রসারণযোগ্য প্রকল্পে বিনিয়োগের পরিমাণ ৫০০০০০ টাকা হতে হবে। ঋণ আবেদনকারীর পক্ষে নিশ্চয়তাকারীর জমির মূল দলিল/ দলিলের সার্টিফাইড কপি/ হালনাগাদ পর্চা ও দাখিলা জমা রাখতে হবে। অথবা নিশ্চয়তাকারী যদি চাকুরীজীবী থাকলে তিনি নির্ধারিত ফরমেটে তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তার মাধ্যমে ঋণ প্রত্যাশির নিশ্চয়তাকারী হবেন।
ঋণ প্রত্যাশিকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে।
উপপরিচালকের কার্যালয়, বরিশাল।

02-478861178



উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার  
কার্যালয়, বাবুগঞ্জ

02-478869795
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার      মাধ্যেমে নির্ধারিত ফরমে আবেদন    করতে হবে। 
উপপরিচালকের বরাবরে আবেদন   অগ্রায়নের ক্ষেত্রে সহকারী উপজেলা   যুব উন্নয়ন কর্মকর্তা ও  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরিদর্শন প্রতিবেদন সংযুক্ত করতে হবে।
প্রশিক্ষণের মূল সনদপত্র ( দক্ষতা+   উদ্যোক্তা) দাখিল করতে হবে।
ঋণ মঞ্জুরের পর আবেদনকারী ও     নিশ্চয়তাকারী ৩০০ টাকার নন      জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গিকারনামা    দাখিল করবেন।
১ মাস
৩.
যুব কল্যাণ তহবিলের অনুদান
যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে সম্পৃক্ত ও রেজিষ্ট্রেশনকৃত যুব সংগঠন।
নির্বাচিত সংগঠনের প্রকল্পের প্রকৃতি ও অবদান বিবেচনা করে ২০০০০ থেকে ৫০০০০ টাকা পর্যন্ত প্রকলাপ অনুদান বিবেচনা করা হয়।
জেলা কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবেদন গ্রহণ করে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অনলাইনে আবেদন করতে হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

http://dyd.gov.bd/


https://moysports.gov.bd/
নির্ধারিত ফরমেটে আবেদন।
জেলা ও উপজেলা কার্যালয়ের সুপারিশ।
 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চূড়ান্ত মনোনয়নের পরজেলা কার্যালয়ের মাধ্যমে বছরে নির্ধারিত সময় ও তারিখে মন্ত্রণালয়ের অনুষ্ঠান থেকে মনোনীত সংগঠনকে চেক গ্রহণ করতে হয়।
৪.
যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) কার্যক্রম
যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে সম্পৃক্ত এবং সমাজসেবামূলক কাজ করে থাকে।
প্রত্যেক আবেদনকারী বেসরকারি স্বেচ্ছাসেবী যুব সংগঠন নিবন্ধনের নির্ধারিত ফরমে যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বরাবরে আবেদন করতে হবে।

আবেদনপত্রের সাথে তফসিল অনুসারে প্রণীত যুব সংগঠনের গঠনতন্ত্রের অনুলিপি, যাহার প্রতি পাতায় যুব সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম, সাক্ষর সিলমোহর থাকিবে; নির্বাহী পরিষদের সদস্যগণের তালিকা; পূর্ববর্তী বৎসরের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণীর অনুলিপি;হালনাগাদ ব্যাংক হিসাব বিবরণী; এবং যুব সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দাখিল করতে হবে।
অর্থনৈতিক কোড ১-৩৬৪০-০০০০-১৮৩৬ এর অনুকূলে প্রদত্ত অফেরতযোগ্য ৫০০/- (পাঁচশত) টাকার ট্রেজারি চালান জমা করতে হবে।
উপপরিচালকের কার্যালয়, বরিশাল

ddbarisal@dyd.gov.bd

02-478861178

নির্ধারিত ফরমেআবেদন।
অনলাইনে আবেদন।
যে কোন সময়